• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে ৩২০ করে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের ইরশাদ


ক্রীড়া ডেস্ক মে ২৬, ২০১৭, ১০:০৮ পিএম
ওয়ানডেতে ৩২০ করে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের ইরশাদ

ফাইল ফটো

ঢাকা: কিছুদিন আগে দিল্লির মোহিত আলাওয়াত বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এবার ওয়ানডে ফরম্যাটে তিনশত রান করে ফেললেন এক পাকিস্তানি ক্রিকেটার।

বাইশ গজে এই নজির গড়ে নতুন ইতিহাস লিখলেন পাকিস্তানের বিলাল ইরশাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে টুইট করে বিলালকে শুভেচ্ছা জানানো হয়েছে৷

২৬ বছরের বিলালের ট্রিপল সেঞ্চুরি এসেছে ক্লাব ক্রিকেটে। ১৭৫ বলে ৩২০ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড করেছেন তিনি। ফজল মাহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শাহিদ আলম বাক্স ক্রিকেট ক্লাবের হয়ে আল রহমান সিসির বিরুদ্ধে এই রেকর্ড করেছেন বিলাল। নয়টি ছক্কা ও ৪২টি চারে নিজের ইনিংস সাজান বিলাল। জাকির হুসেনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৬৪ রান তোলেন তিনি৷

এদিন প্রথমে ব্যাট করে বিলালের দল ৫০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ৫৫৬ রান তোলে। ম্যাচটি তারা জিতে নেয় ৪১১ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এরআগে সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের আলি ব্রাউনের। ২৬৮ করেছিলেন তিনি। সারের বিরুদ্ধে গ্ল্যামারগনের জার্সিতে এই নজির গড়েন তিনি। এখনো পর্যন্ত ২১ জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ এর বেশি রান করেছেন। আন্তর্জতিক ওয়ানডেতে সর্বোচ্চ রান ভারতের রোহিত শর্মার। তিন বছর আগে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ করেছিলেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!