• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্নার ফিরলেও লড়াইয়ের ইঙ্গিত অস্ট্রেলিয়ার


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০১:৫৩ পিএম
ওয়ার্নার ফিরলেও লড়াইয়ের ইঙ্গিত অস্ট্রেলিয়ার

ঢাকা: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কথার লড়াই জমে উঠেছিল। অনেকে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য খারাপ ফলেরই ভবিষ্যদ্বাণী করেছিলেন। হরভজন সিং তো বলেই দিয়েছেন, এই সিরিজ অস্ট্রেলিয়া ০-৪ ব্যবধানে হারবে। অস্ট্রেলিয়া খুব ভালো খেললে হারবে ০-৩ ব্যবধানে। পুণেতে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রথম টেস্ট।  

মধ্যাহ্নবিরতির পর যা খবর তাতে ভালোই লড়ছে অস্ট্রেলিয়া। দুওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৮২ রান। উমেশ যাদব ওয়ার্নারকে বোল্ড করে এ জুটি ভাঙেন। তার আগে ৭৭ বলে ছয় চারের সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়া ওপেনার। ৩৬ রানে রিটায়ার্ড হাট হন রেনশ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ১১ ও শন মার্শ ১০ রানে অপরাজিত আছেন। ভারত ৩৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তুলেছে ১০৪ রান। 

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!