• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের রাজস্থানে অলরাউন্ডারের ছড়াছড়ি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৬, ২০১৮, ১০:০১ এএম
ওয়ার্নের রাজস্থানে অলরাউন্ডারের ছড়াছড়ি

ঢাকা: দুই বছর নিষিদ্ধ থাকার পর আইপিএলে ফিরে এসে হারানো গৌরব পুনরুদ্ধার করার দিকেই নজর থাকবে রাজস্থান রয়্যালসের। আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা এবার খোলনলচে বদলে নতুন আঙ্গিকে দল গড়েছে। লো-প্রোফাইল তকমা ঝেড়ে ফেলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে রাজস্থান।

স্টিভ স্মিথের না-থাকা বড়সড় ধাক্কা হলেও অসি দলনায়কের অভাব ঢেকে দেওয়ার মতো পর্যাপ্ত রসদ রয়েছে রাজস্থান দলে।নিষিদ্ধ স্মিথের পরিবর্তে রাজস্থানের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।

স্কোয়াড:

ব্যাটসম্যান: আজিঙ্কা রাহানে (অধিনায়ক)

উইকেটরক্ষক: সঞ্জু স্যামসন, জশ বাটলার, প্রশান্ত চোপড়া, হেনরিক ক্লাসেন

অলরাউন্ডার: বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠি, ডার্সি শর্ট, জোফ্রা আর্চার, কৃষ্ণাপ্পা গৌতম, সুধেসন মিধুন, মহীপাল লোমরোর, আর্যমান বিক্রম বিড়লা।

বোলার: ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাট, অঙ্কিত শর্মা, অনুরীত সিং, জহির খান (আফগানিস্তান), শ্রেয়স গোপাল, বেন লাফলিন, যতীন সাক্সেনা, দুষ্মন্ত চামীরা।

সাপোর্ট স্টাফ:
জুবিন ভারুচা (হেড অফ ক্রিকেট)
শেন ওয়ার্ন (মেন্টর)
অমল মজুমদার (ব্যাটিং কোচ)
সাইরাজ বাহুতুলে (বোলিং কোচ)
জন গ্লস্টার (ফিজিও)

দলের খবর: দুই বছর পর আইপিএলের সংসারে ফিরেও মূল দল ধরে রাখার সুযোগ পেয়েছিল রাজস্থান। তবে একা স্টিভ স্মিথকে রিটেন করে রাজস্থান বুঝিয়ে দেয়, তারা ঢেলে সাজাতে চায় দল। যদিও কেপটাউনে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে স্মিথ এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় রাজস্থানের প্রাথমিক উদ্দেশ্য ধাক্কা খায়। তবে রাইট টু ম্যাচ কার্ডে আজিঙ্কা রাহানে ও কুলকার্নিকে ধরে রাখতে সক্ষম হয় তারা।

আইপিএল নিলামে এই প্রথমবার আগ্রাসী মেজাজে ধরা দেয় রাজস্থান শিবির। তারা বেন স্টোকস ও জয়দেব উনাদকাটকে বিশাল অঙ্কে তুলে নেয়। ঘরোয়া স্পিনার কৃষ্ণাপ্পা গৌতমের পিছনেও বড় অঙ্কের টাকা খরচ করে। বিগ ব্যাশ লিগের দুই তারকা ডার্সি শর্ট ও জোফ্রা আর্চারকে দলে নেয় রাজস্থান। সব মিলিয়ে অলরাউন্ডারে ভরপুর একটা দল গড়ে রয়্যালস।

অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দলে একমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হলেন পরিবর্তিত অধিনায়ক রাহানে। নয়জন অলরাউন্ডার ও সমসংখ্যক বোলার রয়েছে রাজস্থান দলে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!