• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ওয়ার্লপুল’-এর রন্ধন প্রশিক্ষণ কর্মশালা শুরু


অর্থনৈতিক ডেস্ক জানুয়ারি ১, ২০১৭, ০৪:২৮ পিএম
‘ওয়ার্লপুল’-এর রন্ধন প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা: ‘ওয়ার্ল্ড নাম্বার ওয়ান’ গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ার্লপুল বাংলাদেশে তাদের অনুমোদিত ডিস্টিবিউটর বেস্ট ইলেকট্রনিক্স লিঃ যৌথভাবে দেশব্যাপী ওভেন ভিত্তিক রন্ধন প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে।

এ উপলক্ষে গত ২৯ ডিসেম্বর ঢাকার মহাখালীস্থ নিউ ডিওএইচএস এর রাওয়া ক্লাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন ওয়ার্লপুল অফ ইন্ডিয়া লিঃ এর রিজিওনাল ডিরেক্টর মিঃ ইন্দ্রনীল সিনহা ও কান্ট্রি ম্যানেজার মিঃ অমিত রাটুরি ও বেস্ট ইলেকট্রনিক্স লিঃ এর পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।

দেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসাবে কর্মশালাটি পরিচালনা করেন। তিনি ওয়ার্লপুল ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে অতি সহজে উন্নতমানের বিভিন্ন রেসিপি কিভাবে দ্রুত তৈরী করা যায় তার প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল গুরুত্বপূর্ণ শহরে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হবে। 

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!