• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ালশের ত্রুটি দেখছেন না তামিম


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৭, ২০১৭, ০৯:৫৭ পিএম
ওয়ালশের ত্রুটি দেখছেন না তামিম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে বোলারদের সাফল্য নেই বললেই চলে। টেস্ট সিরিজে একটা উইকেট ফেলতে মাথাকুটে মরতে হয়েছে। প্রথম ওয়ানডেতে উইকেটই ফেলতে পারেনি। ২৭৮ রান বিনা উইকেটে টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোর্টনি ওয়ালশের কৌশল ঠিকঠাক রপ্ত করতে পারছেন না তাঁর ছাত্ররা?

ওয়ালশের হয়ে প্রশ্নটার উত্তর দিয়েছেন তামিম ইকবাল। বাঁ-হাতী ওপেনার ওয়ালশের চেষ্টার কমতি দেখছেন না, ‘ওয়ালশ যে অভিজ্ঞতা ভাগাভাগি করেন, সেটা বিরাট ব্যাপার। আমরা জানি, তিনি খেলোয়াড়ি জীবনে কী করেছেন। একজন ব্যাটসম্যান হিসেবে তাঁর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয় কম। তবে যতটুকু দেখি, বুঝি, তিনি তাঁর দায়িত্ব ভালোভাবেই পালন করার চেষ্টা করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, দিন শেষে কে কতটা সেটা কাজে লাগাচ্ছে। আমার কাছে দুনিয়ার সব পরিকল্পনা থাকতে পারে। যদি সেটা কাজে না লাগাই, তবে কাউকে দোষ দেওয়ার পক্ষে আমি নই।’

দক্ষিণ আফ্রিকা সফরে বোলারদের তুমুল সমালোচনা হচ্ছে। মুশফিক তো সংবাদ সম্মেলনে এসে কড়া সমালোচনা করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমেও বোলারদের নিয়ে কাটাছেঁড়া হয়েছে। তামিম এই বোলারদের পাশে দাঁড়িয়ে অতীত সাফল্যর কথা মনে করিয়ে দিয়েছেন, ‘সংবাদ সম্মেলন কিংবা অন্যান্য মিডিয়াতে বোলারদের নিয়ে নানা কথা হচ্ছে।

হওয়াটাই স্বাভাবিক। তারা ভালো খেলেনি। তবে ভুলে গেলে চলবে না, গত দুই বছরে আমাদের সাফল্যের পেছনে পেস বোলিংয়ের বড় অবদান আছে। মোস্তাফিজ ভারত সিরিজে (২০১৫) বেশি আলোচিত ছিল। আমি মনে করি, তাসকিনও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে রুবেলের বোলিং—এসব আমরা যেন না ভুলে যাই। আমি পাঁচ-সাত ম্যাচ খারাপ করলে আমাকে নিয়েও কথা হবে। তবে গত পাঁচ-সাত বছর কী করেছি, সেটা যেমন মানুষ ভুলবে না, ওদের (বোলার) ব্যাপারটাও ভোলা উচিত নয়। কাল অথবা পরের সিরিজে তারা ঘুরে দাঁড়াবে।’

ওয়ানডেতে ফিরে সাকিব আল হাসান ভালো বোলিং করতে পারেননি। মোস্তাফিজ প্রথম টেস্টে যে খুব ভালো কিছু করেছেন তা বলা যাচ্ছে না। সাকিব-মোস্তাফিজকে নিয়ে তামিমের মন্তব্য, ‘যখন সাকিব-মোস্তাফিজ বোলিং করে, সবাই চাই প্রতি ওভারে একটা উইকেট পড়ুক। ক্রিকেটে এটা সম্ভব নয়। ভালো-খারাপ দিন থাকবে। যাকে নিয়ে কথা বলছি, সে কিন্তু এক মাস আগেই টেস্টে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!