• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়েডের সেঞ্চুরি অস্ট্রেলিয়ার স্বস্তি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৭, ০২:৩৮ পিএম
ওয়েডের সেঞ্চুরি অস্ট্রেলিয়ার স্বস্তি

ঢাকা: উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের অপরাজিত সেঞ্চুরির কল্যাণে ব্রিসবেনের গ্যাবায় প্রথম ওয়ানডেতে কিছুটা স্বস্তিতে রয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে স্টিভেন স্মিথের দল ৯ উইকেটে স্কোরবোর্ডে তুলেছে ২৬৮ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৮ ওভারে বিনা উইকেটে ৭৩ রান তুলেছে পাকিস্তান। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যে দুুই উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৭ রান করলেও অধিনায়ক স্টিভেন স্মিথ রানের খাতাই খুলতে পারেননি।

৫৩ রানে ফিরে যান এ ম্যাচেই অভিষিক্ত ক্রিস লিন (১৬)। এরপর দ্রুতই ফিরে যান ট্রেভিস হেড(৩৯) ও মিচেল মার্শ (৪)। তবে অস্ট্রেলিয়াকে স্বস্তি এনে দিয়েছে ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েড- গ্লেন ম্যাক্সওয়েলের ৮২ রান।

৫৬ বলে সাত চারের সাহায্যে ম্যাক্সওয়েল ৬০ রান করে ফিরে গেলেও ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েড একেবারে ইনিংসের শেষ বলে। শেষ পর্যন্ত তিনি ১০০ বল খেলে ১০০ রানে অপরাজিত ছিলেন। ওয়েড তার গোটা ইনিংসে চার মেরেছেন সাতটি, কোনও ছক্কা মারতে পারেননি। ৬৫ রানে ৩ উইকেট পেয়েছেন  হাসান আলী, ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!