• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বকাপে আফগানিস্তান


ক্রীড়া ডেস্ক মার্চ ২৪, ২০১৮, ১০:২২ এএম
ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বকাপে আফগানিস্তান

ঢাকা: এখনও কান পাতলে আফগানিস্তানে বারুদের গন্ধ পাওয়া যায়। পুরোই যুদ্ধবিধ্বস্ত এক দেশ। কিন্তু তাতে তো জীবন থেমে থাকেনি। থেমে থাকেনি বাইশ গজের লড়াই। আফগানিস্তানের বিশ্বকাপের মূলমঞ্চে ওঠাই তার প্রমাণ।

আয়ারল্যান্ডকে হারিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। এ নিয়ে দ্বিতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপের আঙিনায় তারা পা রাখল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শুক্রবার আয়ারাল্যান্ডের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে ৫ উইকেটে জিতেছে আফগানিস্তান। আগেই ২০১৯ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার অধিনায়ক আসগর স্টানিকাজাইয়ের ২৯ বলে ৩৯ রানের ইনিংস আফগানদের বিশ্বমঞ্চে উত্তরণ ঘটে।

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে অধিনায়ক স্ট্যানিকজাই বলেন, ‘২০১৯ বিশ্বকাপ আমরা খেলব, এটা আমাদের কাছে এখনও স্বপ্ন। লিগে প্রথম তিনটি ম্যাচ হারার পরেও আমরা দারুণভাবে প্রত্যাবর্তন করি। সারা দেশ আজ সেলিব্রেট করবে।’ এর আগে ২০১৫ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে হওয়ার বিশ্বকাপে খেলেছিল আফগানিস্তান। লিগের পাঁচটি ম্যাচ হারলেও স্কটল্যান্ডকে হারিয়েছিল আফগানরা।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!