• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ককটেলে উড়লো ঘরের টিন, পালিয়েছে এলাকার পুরুষ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জুন ১৭, ২০১৭, ০৭:৩২ পিএম
ককটেলে উড়লো ঘরের টিন, পালিয়েছে এলাকার পুরুষ

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে ঘরের চালের টিন উড়ে গাছে আটকে গেছে। শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরদনা গ্রামের বাবুনপাড়ায় আলী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আশপাশের সব পুরুষ বাড়ি থেকে পালিয়েছে। বর্তমানে গ্রামটিতে একদল পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, ওই বাড়িতে ঘরের মধ্যে কাঠের বাক্সে রক্ষিত ককটেল বিস্ফোরণে বাড়ির ২টি কক্ষের ইটের দেয়াল ভেঙ্গে পড়ে এবং টিনের চালা পড়ে যায়।

শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) মুন্সি আবু কুদ্দুস জানান, ঘটনাস্থল থেকে আবদুল কাদিরের ছেলে জেনারুল (৩৫), আমজাদের ছেলে সাইদুর (৪৩) ও নেস মোহাম্মদের স্ত্রী এমেলিকে (৬০) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!