• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ইয়াবাসহ পিকআপ চালক আটক


কক্সবাজার প্রতিনিধি আগস্ট ৮, ২০১৬, ০৫:১৯ পিএম
কক্সবাজারে ইয়াবাসহ পিকআপ চালক আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ পিকআপ চালক ও তার সহকারীকে আটক করেছে চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আজ সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, পিকআপ চালক আব্দুর রশিদ (২৮) ও তার সহকারী মোহাম্মদ মানিক (২৪)। এদের দুইজনের বাড়ি দিনাজপুরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান জানান, মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি করে ইয়াবা পাচারের গোপন খবরে উখিয়ায় এই অভিযান চালানো হয়।

টেকনাফ থেকে আসা একটি বড় পিকআপ গাড়ি উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় চালকের পেছনের সিটে বিশেষ কৌশলে পলিথিন দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে ওই প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!