• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


কক্সবাজার প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০১৭, ০৮:০৮ পিএম
কক্সবাজারে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানদুটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ চলছে।

কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গা পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!