• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কণ্ঠশিল্পী সাবা তানি আর নেই


বিনোদন রিপোর্ট ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৩:৩৫ পিএম
কণ্ঠশিল্পী সাবা তানি আর নেই

কণ্ঠশিল্পী সাবা তানি

ঢাকা: জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবা তানি আর বেঁচে নেই।  রক্তচাপের কারণে তিনি সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মারা গেছেন। মরদেহ শিল্পীর উত্তরার বাসায় রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি। তিনি বলেন, ‘খুব দুঃখের সংবাদ শুনলাম। খবর পাওয়ার মাত্র উত্তরায় শিল্পীর বাসায় রওনা হয়েছি আমি।’

এদিকে সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু বলেন, ‘সকালে তানির লাশ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। রক্তচাপের কারণে তিনি মারা গেছেন বলে জেনেছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি।’

পারিবারিক সূত্রে জানা যায়, সাবা তানি দীর্ঘদিন যাবত নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন। গতকাল রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোনে পাচ্ছিলেন না। আজ সকালে আত্মীয়-স্বজনরা বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি। মাঝে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে তিনি কাজ করেছেন। আর ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছিলেন এই শিল্পী।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!