• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কণ্ঠসৈনিক আব্দুল জব্বার আর নেই


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৭, ০৯:৫২ এএম
কণ্ঠসৈনিক আব্দুল জব্বার আর নেই

ফাইল ছবি

ঢাকা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী আবদুল জব্বার আর নেই (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইয়ালাহি...)। বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

‘সালাম সালাম হাজার সালাম..., তারা ভরা রাতে... এবং ওরে নীল দরিয়া’-সহ অসংখ্য গানের জন্য বিখ্যাত এই মুক্তিযোদ্ধা গত ১ আগস্ট অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

তিনি কিডনি ও হার্টের ভাল্ভ নষ্টসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!