• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কন্যা শিশুরা এখন আর বোঝা নয়


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০১৭, ০৯:৪৯ এএম
কন্যা শিশুরা এখন আর বোঝা নয়

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্য বিবাহ নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়। তিনি বলেন, ‘কন্যা শিশুরা এখন আর বোঝা নয়। বরং কন্যা শিশুরা হল সর্বোত্তম বিনিয়োগ। কারণ আমরা তাদের মধ্যে থেকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাব। ছেলেদের চেয়ে মেয়েরাই বাবা মায়ের বেশি যত্ন নেয়’।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাল্য বিবাহ নিরোধ দিবস’ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য- বাল্য বিয়ে রুখতে হলে, আওয়াজ তোল তালে তালে। মানববন্ধনে মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমাদের সমাজ কন্যা শিশুদেরকে বোঝা মনে করে। কন্যা শিশুদের পড়াশোনার পেছনে টাকা খরচ করতে চায়না। তারা মনে করে বিয়ে দিতে পারলে বোঝা দূর হয়ে গেল’।

মানববন্ধনে সরকারী ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রতিমন্ত্রী সাইকেল র‍্যালি উদ্বোধন করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!