• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবিগুরুর সেই ছোট নদী কোথায়?


সাহিত্য ডেস্ক মে ৮, ২০১৭, ০২:১৭ পিএম
কবিগুরুর সেই ছোট নদী কোথায়?

প্রতিসর, নওগাঁ।

ঢাকা: বাংলা সাহিত্যে যার অবদান কোনোদিনই ভোলার নয় তিনি হলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যার কবিতা-ছড়া আমারা পড়েছি সেই শৈশবে, কিন্তু আজও তা আমাদের মনের কর্নকুহরে ধ্বনির ন্যায় বেজে ওঠে। তার তেমনি দুটি ছড়া হলো:

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। 

আবার,

তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে 
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।

এবার মনে হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ কবির এই দুটি ছড়ার কথাই বলছিলাম। কবির সেই ছোট নদী ও তালগাছিটি কোথায়? সে কথায় আমরা জানবো:

রবীন্দ্রনাথ বিশ্বকবি হলেও আমাদের বাংলাদেশের সঙ্গে তার ছিলো আত্মার সম্পর্ক। তার বিখ্যাত কবিতাগুলো তিনি এই বাংলায় বসেই লিখেছেন। শুধুকি তাই, নওগাঁর পতিসরে বসেই লিখেছেন উপরে উল্লেখিত দুটি ছড়া। এছাড়ও, সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনাসহ অসংখ্য সাহিত্যকর্ম। এই প্রতিসরেই রয়েছে সেই ছোট নদী ও তালগাছ।

আমাদের সবারই জানা রবীন্দ্রনাথ ছিলেন জমিদার বাড়ির সন্তান। সেই সুবাদেই তার বাংলাদেশে আসা-যাওয়া। বর্তমান খুলনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নওগাঁয় ছিলো তাদের জমিদারির অংশ। ১৮৯৭ সালে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদারী ভাগ করে দিলে প্রতিসর বিশ্বকবির ভাগে পড়ে।

এছাড়াও, রবী ঠাকুরের আর একটি বিখ্যাত কবিতা ‘গগনে গরজে মেঘ’ লেখা হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে তাদের কাছারি বাড়িতে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!