• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবুতর নিয়ে সংঘর্ষ, আহত ৭


রাজশাহী প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০১৭, ০৪:৪৫ পিএম
কবুতর নিয়ে সংঘর্ষ, আহত ৭

রাজশাহী: রাজশাহী মহানগরীতে কবুতরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাত জন আহত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহানগরীর পঞ্চবটি খরবোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, খরবোনা এলাকার দুলালের ছেলে রায়হান (২৭), হালিমের ছেলে মারুফ (২০), হিমেলের স্ত্রী নার্গিস (৩৫), জাফর আলীর ছেলে হারুন (২২), জাহিদুলের স্ত্রী সালমা (২৭), মধুর স্ত্রী শিউলী (৪৫)। অপর পক্ষের আহত হয়েছেন নফল মন্ডলের ছেলে ইয়ামিন (২৫)। এদের মধ্যে হারুন, ইয়ামিনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, ইয়ামিনের কবুতর কয়েকদিন আসে প্রতিবেশী সিমলাদের বাড়িতে যায়। ওই সময় সিমলা কবুতরটি আটকে রাখে। পরে ইয়ামিন বিষয়টি জানতে পেরে সোমবার (১৬ জানুয়ারি) সকালে লোকজন নিয়ে সিমলাদের বাড়ি যায় কবুতর নেয়ার জন্য। সেখানে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারামারির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!