• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কমছে না তেলের দাম


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৭, ০৩:২৪ পিএম
কমছে না তেলের দাম

আপাতত কমছে না জ্বালানি তেলের দাম। এ বছর জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমছে বলে কয়েক দফা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা নাকচ করে দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সচিবালয়ে বুধবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, ‘আপাতত জ্বালানি তেলের দাম কমছে না।’

যদিও সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে তেলের দাম কমানোর প্রতিশ্রুতি ছিল। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, জানুয়ারি মাসেই তেলের দাম কমানো হবে।

একজন সাংবাদিক তেলের দাম কমানোর বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম দু’ধাপে কমানোর কথা ছিল, সরকারের কাছে আমরা অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাওয়াতে, বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে। এ কারণে সরকার এ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্টে (মূল্য সমন্বয়ে) না যাওয়ার।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!