• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমতে পারে রেমিট্যান্স পাঠানোর ফি


সিলেট প্রতিনিধি জুলাই ৮, ২০১৭, ০৪:৪৪ পিএম
কমতে পারে রেমিট্যান্স পাঠানোর ফি

সিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে বাংলাদেশিরা স্থায়ী হওয়ায় রেমিট্যান্স (প্রবাসী আয়) কম আসছে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানো হতে পারে।

শনিবার (৮ জুলাই) সকালে সিলেটের নাইওরপুল এলাকায় একটি ফোয়ারা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ কমতে পারে। প্রথমত, যাঁরা বিদেশে থাকছেন, তাঁদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া করছেন। দ্বিতীয়ত, তাঁদের একটি অভিযোগ আছে, রেমিট্যান্স পাঠানোর ফি অনেক বেশি। ফি কমিয়ে আনার চিন্তাভাবনা হচ্ছে।

অর্থপাচার পাচার সারা দুনিয়াতেই হয়- এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী। আমরা এখানে জমির সরকারি মূল্য কমিয়ে রেখেছি।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!