• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কমানো হবে মোবাইল ব্যাংকিং চার্জ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৭, ০৯:১৩ পিএম
কমানো হবে মোবাইল ব্যাংকিং চার্জ

ঢাকা: জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস(এমএফএস) তথা মোবাইল ব্যাংকিংকে জনপ্রিয় ও সম্প্রসারণ করার জন্য সরকারের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য এর সেবা চার্জ কমানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, মোবাইল ব্যাংকিংয়ের চার্জ সাধারণভাবে এজেন্টের অংশ, মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডারের ইউএসএসডি মূল্য এবং মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশ -এ তিনটি বিষয়ের ওপর নির্ভরশীল।

বর্তমানে ইউএসএসডি মূল্য এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশ কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। এ দুটি চার্জ কমানো সম্ভব হলে মোবাইল ব্যাংকিং সেবার চার্জ কমে আসবে বলে আশা করা যায়। সংসদের ১৮তম অধিবেশনে মঙ্গলবার(১৪ নভেম্বর) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তার অপর এক প্রশ্নের জবাবে মুহিত জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য নূন্যতম ১০ টাকা জমায় ব্যাংক হিসাবের সংখ্যা ১৭০ লাখের বেশী। এ অ্যাকাউন্টে সঞ্চয়ের পরিমাণ ১৩শ' কোটি টাকা।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!