• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কমিটিতে রাখতে খালেদার কাছে কর আইনজীবীদের প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০১৭, ১০:৪০ পিএম
কমিটিতে রাখতে খালেদার কাছে কর আইনজীবীদের প্রস্তাব

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সভায় উপস্থিত এক সূত্র জানিয়েছে, খালেদা জিয়া আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আগামী দিনে সুযোগ পেলে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। সামনের আন্দোলনের প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। এসময় কর আইনজীবীদের মধ্যে থেকে ভবিষ্যতে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সদস্য করার জন্যও প্রস্তাব দিয়েছেন তারা।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ গফুর মজুমদার, অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, রমিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব অ্যাড. এ কে এম আজিজুর রহমান, অ্যাড. মো. মাহাতাব আলম উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!