• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কমেডিয়ান রাজাক খান আর নেই


বিনোদন ডেস্ক জুন ১, ২০১৬, ০৪:৩৯ পিএম
কমেডিয়ান রাজাক খান আর নেই

দর্শকরা বলেন, ওনাকে দেখলেই হাসি পায়। পরিচালকরা বলেন, সংলাপ বলার আগেই দর্শকদের মন জিতে নেন ইনি। শাহরুখ খান পর্যন্ত বলছেন, তার সিনেমায় রাজাক আছেন এটাই ইউএসপি। বলিউডের সেই তারকা কমেডিয়ান রাজাক খান মারা গেলেন। তিনি ছিলেন আব্বাস-মাস্তানের 'বাদশা' ছবির মানিকচাঁদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই চরিত্রাভিনেতার। বান্দ্রার এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে 'রূপ কি রানি চোরো কা রাজা' ছবিতে অভিষেকের পর ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিতে।

পাশাপাশি মারা গেলেন বলি ইন্ডাস্ট্রির আরও এক মহীরুহ। চলচ্চিত্র সাংবাদিক ও প্রযোজক বিকাশ মোহনের জীবনাবসান হল। মাধুরী দীক্ষিত ও অক্ষয়কুমার অভিনীত আরজু ছবির প্রযোজনা করেছিলেন তিনি। ট্রেড অ্যানালিস্ট হিসেবে তাঁর গবেষণা ও মন্তব্যের উপর অগাধ ভরসা ছিল বলিউডের।

উল্লেখ্যযোগ্য যেসব সিনেমায় অভিনয় করেছেন রাজাক
মোহরা, চাহাত, রাজা হিন্দুস্তানি,ইসক, পেয়ার কিয়া তো ডরনা কেয়া, বাদশা, হ্যালো ব্রাদার, হেরা ফেরি, জরু কা গুলাম, নায়ক, ভাগাম ভাগ, হাঙ্গামা, কেয়া কুল হ্যায় হাম, ভাগম ভাগ, পার্টনার, ফুল অ্যান্ড ফাইনাল। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!