• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর অঞ্চলে আয়কর মেলা শুরু


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৭, ০৮:৪০ পিএম
কর অঞ্চলে আয়কর মেলা শুরু

ঢাকা: কর অঞ্চলে শুরু হয়েছে আয়কর মেলা। রোববার(১২ নভেম্বর) থেকে শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের সব কর অঞ্চলে এই মেলা চললেও শুধুমাত্র রাজধানীর কর অঞ্চলগুলোয় আয়কর রিটার্ন জমা দিয়ে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ট্যাক্স কার্ড সংগ্রহ করতে পারবেন করদাতারা।  

করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে কর অঞ্চলগুলোয় আয়কর মেলার এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এবিআর। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের সব কর অঞ্চলে আয়কর মেলা শুরু হচ্ছে। সেখানে মেলার পরিবেশে সব ধরনের করসেবা পাওয়া যাবে।

একইসঙ্গে করদাতাদের সুবিধার্থে ২০ থেকে ২৮ নভেম্বর ঢাকার সকল কর অঞ্চলগুলোতে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ দেওয়া হবে।

১ থেকে ৭ নভেম্বর আয়কর মেলায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এবারের মেলায় ২ হাজার ২১৭ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন সাড়ে ৩ লাখের মতো করদাতা। আর সেবা নিয়েছেন ১১ লাখ ৭০ লাখ মানুষ।

গতবারের মেলায় ২ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। সেবা নিয়েছিলেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন। এ হিসাবে এবার মেলায় কর বেড়েছে ৪ দশমিক ১২ শতাংশ। রিটার্ন জমা বেড়েছে ৭২ দশমিক ৪ শতাংশ। আর সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে ২৫ দশমিক ৯ শতাংশ।

এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে নিমার্ণাধীন জাতীয় রাজস্ব ভবনে ঢাকার মেলা অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!