• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করপোরেট ক্রিকেটের টাইটেল স্পন্সর মার্সেল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৭, ২০১৭, ১২:৪৫ পিএম
করপোরেট ক্রিকেটের টাইটেল স্পন্সর মার্সেল

ঢাকা : আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে এনার্জিপ্যাক। ফলে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭, পাওয়ার্ড বাই এনার্জিপ্যাক'।

এসিমস-এর আয়োজন ও ব্যবস্থাপনায় রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৩টি ও শ্যামলী মাঠে হবে টুর্নামেন্টের খেলাগুলো। মোট ১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

গ্রুপ পর্বে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০১৮ সালের ১২ জানুয়ারি।

টাইটেল স্পন্সর হওয়ায় মার্সেলকে ধন্যবাদ জানিয়ে এসিমস-এর প্রধান নির্বাহী কাজী মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘মার্সেল প্রতি বছরই কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে আছেই। এ নিয়ে আমরা তাদের সঙ্গে চার বছর আছি। আমরা নির্দ্বিধায় বলতে পারি, এই টুর্নামেন্টটাকে উনারা যেরকম নিজেদের মনে করে, আমরাও তাদের সঙ্গে কাজ করে তটটুকুই অনুভব করি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। মার্সেল বা ওয়ালটন সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। প্রতিটা ইভেন্টেই তারা আছে। আমরা অন্য কোনো ইভেন্টেও যদি যাই, তাদের পাশে পাব বলে আশা করি। তাদের সম্পর্কে কোনো কিছু আসলে বলে প্রকাশ করা যাবে না।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। আর বেভারেজ পার্টনার নেসলে বাংলাদেশ।

উল্লেখ্য, টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে উদয় হাকিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন গ্রুপ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!