• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করমুক্ত সুবিধা চান পোল্ট্রি উদ্যোক্তারা


বিশেষ প্রতিনিধি জুন ৫, ২০১৮, ০৮:২৭ পিএম
করমুক্ত সুবিধা চান পোল্ট্রি উদ্যোক্তারা

ঢাকা : আসছে বাজেটে পোল্ট্রি খাতে করমুক্ত সুবিধা চান উদ্যোক্তারা। গেল দুই বাজেটে এই খাত করের আওতায় আসায় কাঙ্ক্ষিত বিনিয়োগ বাড়েনি বলে অভিমত তাদের। এ খাতকে টিকিয়ে রাখতে ২০২৫ সাল নাগাদ কর সুবিধা দেয়ার দাবি উদ্যোক্তাদের।

আশির দশকে পোল্ট্রি খাতে বিনিয়োগ ছিলো মাত্র ১৫শ কোটি টাকা। বর্তমানে তা ত্রিশ হাজার কোটি টাকার বেশি। তিন দশকে এ শিল্প এখন পুরোটা আত্মনির্ভরশীল। ৬০ লাখ লোকের কর্মসংস্থানের পাশাপাশি আমিষের বড় যোগান দিচ্ছে এই খাত।

পোল্ট্রি খাদ্যে ব্যবহার হয় ৬০ ভাগ ভূট্টা ও ২৫ ভাগ সয়াবিন মিল। ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত এ খাত ছিল করমুক্ত। বর্তমানে মুরগীর খাদ্যের কাঁচামাল সয়াবিন আমদানিতে রয়েছে ১০ ভাগ এবং ভূট্টাসহ অন্যান্য উপকরণে পাঁচভাগ অগ্রিম আয়কর।

মুরগী উৎপাদন খরচ খাদ্য ৭০ টাকা, বাচ্চা ক্রয় ২৫ এবং ওষুধ-অন্যান্য-১৫ টাকা। উদ্যোক্তারা বলছেন, মুরগি ও ডিমের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা।

বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টি ও আমিষের চাহিদা মেটাতে এ শিল্পে দরকার সরকারের বিশেষ মনোযোগ ও কর সুবিধা।

এইচএস কোড জটিলতার কারণে শুল্কমুক্ত পণ্যে বিভিন্ন কর আরোপ করা হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!