• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলকাতায় বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০১৭, ১০:৪৫ পিএম
কলকাতায় বাংলাদেশ দূতাবাসে হামলার হুমকি

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছে। গত বুধবার(১০ মে) পশ্চিমবঙ্গের পান্ডুয়াভিত্তিক একটি সংগঠনের প্যাডে এই হুমকি দেয়া হয়েছে।

হুমকি দেয়া চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে ২০ জন জিহাদি হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারাই বাংলাদেশ মিশনে হামলা চালাবে। এ দিকে হুমকি পাওয়ার পরই বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জানানো হয়েছে ন ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে বলে গণমাধ্যম জানিয়েছে। 

দূতাবাস থেকে ফোন পেয়ে মুখ্যমন্ত্রীও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিশনের পার্শ্ববর্তী স্থানগুলোতে যেকোন অস্বাভাবিক গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলেছেন। ইতিমধ্যেই মিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এঘটনার পরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!