• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কল্যাণপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০১৬, ১০:১২ এএম
কল্যাণপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজ

রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর চালানো ‘অপারেশন স্ট্রর্ম-২৬’ এ ৯ জঙ্গি নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার সব ২৭টি স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হলি ক্রিসেন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস আহম্মেদ খান সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করলে তিনি সকালে স্কুলে ছুটে আসেন। এরপর এলাকার অন্য স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে নিরাপত্তাজনিত কারণে আজকের জন্য সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!