• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁঠালিয়ায় দুটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার আদালতে তলব


ঝালকাঠি প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১০:২১ এএম
কাঁঠালিয়ায় দুটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার আদালতে তলব

ঝালকাঠি: জেলার কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. তরিকুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে কেন্দ্র দখল, জালভোট ও অনিয়মের অভিযোগের মামলায় দুটি ভোটকেন্দ্রের সকল ব্যালট পেপার তলব করেছেন আদালত। এক আদেশে আগামী ৭ দিনের মধ্যে ব্যালট পেপার জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা জজ মো. বজলুর রহমান ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমানের যৌথ আদালত এ আদেশ দেন। কেন্দ্র দুটি হচ্ছে- মধ্য কৈখালী মাদ্রাসা (আ. জব্বার মাওলানার বাড়ি) ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়। নৌকার প্রার্থী মো. মাহমুদ হোসেন রিপন বাদী হয়ে চলতি বছরের জানুয়ারিতে এ মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২২ মার্চ এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!