• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাঁদছেন নায়করাজের নায়িকারা, সবার আগে হাসপাতালে শাকিব


বিনোদন প্রতিবেদক আগস্ট ২২, ২০১৭, ১১:৪২ এএম
কাঁদছেন নায়করাজের নায়িকারা, সবার আগে হাসপাতালে শাকিব

ঢাকা : জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক।  সোমবার সন্ধ্যায় হার্ট অ্যাটাক করে প্রয়াত হলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। আর তাকে দেখতে এদিন সন্ধ্যার পর থেকেই হাসপাতালে ভিড় জমাতে থাকেন দেশের তারকা অভিনেতা অভিনেত্রীরা।

তার মৃত্যুর খবর যেন মানতেই চাইছেন না কেউ।  রাজ্জাকের এক সঙ্গের নায়িকা কবরি আর ববিতাতো মানতেই পারছেন না যে রায়করাজ মারা গেছেন। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে তারা। রাজ্জাকের নায়ক হিসেবে প্রথম ছবি ‘বেহুলা’। জহির রায়হান পরিচালিত সেই ছবিতে তার নায়িকা ছিলেন সুচন্দা। রাজ্জাকের মৃত্যুর খবরটি সত্য প্রমাণ হতেই কেঁদে উঠলেন তিনি।  

সুচন্দা বললেন, ‘বিশ্বাসই করতে পারছি না। তার মতো শিল্পীর চলে যাওয়া চলচ্চিত্রের এই দুর্দিনে দারুণ ক্ষতি।’ সুচন্দা আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান, নায়করাজের সঙ্গে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে আমার। ‘বেহুলা’ তো অনেক স্মৃতির জায়গা। আর ‘জীবন থেকে নেয়া’ আমাদের দুজনের ক্যারিয়ারেই অনবদ্য ছবি। উনার জন্য দোয়া করবেন, আমি হাসপাতালে যাচ্ছি।

নায়করাজকে দেখতে তার বাসায় যাচ্ছেন ববিতা। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই কথা হলো আলমগীর ভাইয়ের সঙ্গে। উনি জানালেন, হাসপাতালে প্রচুর ভিড়। ওখানে যাওয়া যাবে না। তাই বাসায় যাচ্ছি আমি। ’

রাজ্জাকের আরেক নায়িকা কবরী। তার সঙ্গে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন রুপালি পর্দায় তার নায়িকাদের মধ্যে জনপ্রিয় কবরী। গতকাল বিকালে রাজ্জাকের মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না, তিনি আমাদের মধ্যে নেই। খুবই কষ্ট হচ্ছে আমার। এতদিন ধরে কাজ করছি, বিশ্বাসই হচ্ছে না।’

পর্দার জুটি রাজ্জাকের সঙ্গে ইদানিং খুব বেশি কথাবার্তা হত না জানিয়ে কবরী বলেন, ‘ভাবছিলাম তার বাসায় যাব। কেমন যেন সময় হচ্ছিল না। অনেক দিন দেখা হয়নি।’ তিনি বলেন, ‘কীভাবে বিশ্বাস করবো আমার নায়ক রাজ্জাক আর নেই। খবরটা শুনে মনে হচ্ছে শরীরটা অবশ হয়ে গেছে। যাচ্ছি হাসপাতালে। একটা সময় তার সঙ্গেই দিনগুলো কেটে যেতো। আর সময়ের নিষ্ঠুরতায় কতোদিন দেখা হয় না তার সঙ্গে। কিন্তু এভাবে দেখা করতে ছুটে যেতে হবে ভাবতেও পারছি না।’

রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা রোজিনাও। তার সঙ্গে ফোনে যোগাযোগ করে জানা গেল উত্তরা থেকে তিনিও ছুটছেন গুলশানে ২-এ অবস্থিত ইউনাইটেড হাসপাতালে। কল রিসিভ করেই কেঁদে উঠলেন। বললেন, ‘রাজ্জাক ভাইয়ের মৃত্যুর অনেক গুজব ছড়িয়েছে আগে। তাই বিশ্বাসই হচ্ছিলো না তিনি নেই। ’

এদিকে গুরুতর অবস্থায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যু সংবাদে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোকের ছায়া। আর এদিন সন্ধ্যা থেকেই রাজধানীর গুলশানে ইউনাইটেড  হাসপাতালে আসতে থাকেন তারকা অভানেতা অভিনেত্রীরা। আর সবার প্রথমে রাজ্জাককে দেখতে নায়কদের মধ্যে হাসপাতলে আসেন সুপারস্টার অভিনেতা শাকিব খান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর নায়ক রাজকে দেখতে হাসপাতালে আসেন চিত্রনায়ক আলমগীর, ওমর সানি, মৌসুমি এবং জায়েদ খান।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!