• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাঁদলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০১৮, ০৫:৩১ পিএম
কাঁদলেন প্রধানমন্ত্রী

ঢাকা : সেনাবাহিনীর সঙ্গে পারিবারিক বন্ধনের কথা তুলে ধরে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ মে) ঢাকা সেনানিবাসে ২০টি সমাপ্ত প্রকল্পসহ ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বক্তব্য দিয়ে গিয়ে নিজ পরিবারের সদস্যদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি স্মরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কেঁদে ফেলেন।

শেখ কামাল ও শেখ জামালের সেনাবাহিনীতে যোগ দেওয়া ও স্বাধীনতা যুদ্ধে যোগাদানের বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, আমার ছোট ভাইটি মাত্র ১০ বছর বয়সের, তাকে যদি জিজ্ঞেস করা হতো বড় হয়ে কী হবে? একটিই কথাই বলতো, সেও সেনাবাহিনীতে যোগ দেবে। দুর্ভাগ্য ১৫ আগস্ট তারা সবাই শাহাদাতবরণ করে।

শেখ হাসিনা বলেন, এই পরিবারের সদস্য হিসেবে সেনাবাহিনীর উন্নয়ন করা আমার কর্তব্য। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও আমরা আরও বেশি উন্নত হব, সেই লক্ষ্য নিয়েই কাজ করি।
এসব কথা বলে চোখের পানি মুছেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!