• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাউন্টি খেলার স্বপ্নে বিভোর সরফরাজ


ক্রীড়া ডেস্ক জুলাই ২০, ২০১৭, ০৫:৩৯ পিএম
কাউন্টি খেলার স্বপ্নে বিভোর সরফরাজ

ঢাকা: স্বপ্ন দেখতেন ইংলিশ কাউন্টিতে খেলবেন। স্বপ্ন আর পূরণ হয়নি সরফরাজ আহমেদের। ৩০ বছর বয়সে এসে তাঁর স্বপ্ন আর স্বপ্ন থাকছে না, সেটি সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে সরফরাজ ইংল্যান্ডের বিখ্যাত কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলবেন। সরফরাজের বিশ্বাস কাউন্টিতে খেলার অভিজ্ঞতা তাকে আরও পেশাদার হতে শেখাবে, ‘আমি সব সময়  কাউন্টি ক্রিকেটে খেলতে চেয়েছি। ইয়র্কশায়ারে খেলার সুযোগ যখন এল তখন এমন অসাধারণ প্রস্তাবে আর না করতে পারিনি।’

এটা যে সরফরাজের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার সেটা লুকাননি, ‘আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আশা করি, ইয়র্কশায়ারের হয়ে খেলাটা আমাকে আরও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’ সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপেক্ষাকৃত দূর্বল পাকিস্তান দলকে চ্যাম্পিয়ন করিয়ে চমক সৃষ্টি করেছেন সরফরাজ। এরপর তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক বানানো হয়েছে।

এবার কাউন্টি খেলার স্বপ্ন পূরণ হলো সরফরাজের। ২৭ জুলাই যোগ দেবেন ইয়র্কশায়ারে। সরফরাজের আগে এই ক্লাবে খেলেছেন ইনজামাম-উল-হক-ইউনিস খানের মতো তারকা ক্রিকেটাররা। এটা ভেবে গর্ব হচ্ছে সরফরাজের, ‘ইয়র্কশায়ার অনেক বড় ক্লাব, বিশাল তাদের নাম। ইউনিস খান আর ইনজামাম-উল-হকের মতো কিংবদন্তিদের পথ ধরে আমিও হেডিংলিতে খেলতে যেতে পারছি বলে গর্ব হচ্ছে।’

এই মৌসুমে সরফরাজ পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!