• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাউন্টিতে খেলেই সফল পূজারা


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০১৭, ০১:৪৮ পিএম
কাউন্টিতে খেলেই সফল পূজারা

ঢাকা: টেস্টে ভারতের অন্যতম ভরসা তিনি। রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর তাঁকেই ভাবা হচ্ছে ‘দ্য ওয়াল’ হিসেবে। তিনি চেতশ্বর পূজারা। ব্যাট হাতে অবিকল দ্রাবিড়ের ভুমিকায়। পূজারা উইকেটে থাকা মানেই আস্থা বেড়ে যাওয়া। যার প্রমাণ পাওয়া গেছে, সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজেও।

এই সিরিজে দুই সেঞ্চুরি সমেত পূজারা রান করেছেন ৩০৯। সবমিলিয়ে টেস্টে দারুন ধারাবাহিক। এই সাফল্যের রহস্য কী? পূজারা ইংলিশ কাউন্টিতে খেলাটাকে বড় করে দেখছেন,‘ গত দেড় বছর ধরে টেস্টে ধারাবাহিকতা ধরে রেখেছি। তাঁর একটা বড় কারণ নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলা। ওখানকার পেস ও বাউন্সি উইকেটে খেলার ফলে টেকনিক উন্নত হয়েছে। অভিজ্ঞতাও বেড়েছে। সেগুলোই শ্রীলঙ্কার বিরুদ্ধে কাজে লাগিয়েছি।’

পূজারাকে অনুসরণ করে অশ্বিনও যাচ্ছেন কাউন্টি খেলতে। ভারত আবার আগামী বছর ইংল্যান্ড সফর করবে।  এটা কী ধরণের সুবিধা দেবে এমন প্রশ্নে পূজারার উত্তর, ‘ বিভিন্ন পরিবেশে টেস্টে সফল হতে গেলে কাউন্টি খেলার চেয়ে ভাল বিকল্প হতে পারে না। কাউন্টি ক্রিকেট একজন ক্রিকেটারকে পরিণত করতে সাহায্য করে। তাছাড়া ২০১৯ সালে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। তাই আমি তো বলব ভারতীয়রা সুযোগ পেলে কাউন্টি খেলুক।’

এক বছর ধরে টেস্ট ক্রিকেটে টানা সাফল্য পাচ্ছে ভারত। সাফল্যের কারণ ব্যাখ্যা করলেন পূজারা এভাবে, ‘ দলের প্রত্যেকেই নিজেদের সেরাটা দিচ্ছে। একটা সময় দলের টপ অর্ডার খেলে দিত। দলও ৪০০ রান তুলে নিত। কিন্তু এখন মিডল বা লোয়ার মিডল অর্ডারও দারুন খেলছে। ফলে আমরা ৬০০-এর বেশি রান তুলতে পারছি। এতে প্রতিপক্ষ ভয়ঙ্কর চাপে পড়ে যাচ্ছে। তাছাড়া আমাদের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী। কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, হার্দিক পাণ্ডে, করুণ নায়ার, অভিনব মুকুন্দরাও সুযোগ পেলে দারুন করছে। তারওপর  উমেশ,শামিরাও ভালো বোলিং করছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!