• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাজের স্বীকৃতি পেলেন ডিএমপির কর্মকর্তারা


বিশেষ প্রতিনিধি এপ্রিল ১০, ২০১৭, ০৬:৪৬ পিএম
কাজের স্বীকৃতি পেলেন ডিএমপির কর্মকর্তারা

ঢাকা: ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা। সোমবার (১০ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) বিজয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মার্চে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবিএম জাকির হোসেন, সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ)  শিকদার মো. শামীম হোসেন (কাফরুল থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম (দারুস সালম থানা),

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মো. সাইফুল ইসলাম (কদমতলী থানা), শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই/মো. রাশেদুজ্জামান বেগ (মিরপুর থানা) ও মো. ছাইদুল ইসলাম (কদমতলী থানা), শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে মো. বাবুল হোসেন (লালবাগ থানা) ও মো. ফরিদুল ইসলাম (পল্লবী থানা)।

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার নুরে আলম সিদ্দিকী অফিসার ইনচার্জ (বংশাল থানা), শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার মো. পারভেজ ইসলাম ইন্সপেক্টর (তদন্ত) কোতোয়ালী থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম (দারুস সালম থানা),  শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মো. বাবুল হোসেন (লালবাগ থানা), শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই অনয় চন্দ্র পাল (বাড্ডা থানা)।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি উত্তর। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ক্যান্টনমেন্ট জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল আলম (গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ ডিবি-দক্ষিণ টিম)।

অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. রুহুল আমিন সরকার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অস্ত্র উদ্ধার টিম ডিবি-পূর্ব বিভাগ), বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার উত্তরা জোনাল টিম ডিবি-উত্তর, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম গোলাম সাকলায়েন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম লালবাগ ট্রাফিক জোন, শ্রেষ্ঠ সার্জেন্ট মো. মুহিববুল্লাহ লালবাগ ট্রাফিক জোন।

বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন যারা- লিবিয়ায় নির্যাতিত ভিকটিম উদ্ধার করায় উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহ পিপিএম ডিবি-দক্ষিণ, ডাকাতি মামলার রহস্য উদঘাটনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুকিত সরকার ডিবি-পূর্ব।

প্রশ্নপত্র ফাঁস চক্র গ্রেপ্তার করায় সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শামসুল আরেফীন ডিবি- দক্ষিণ, সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন ডিবি- উত্তর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি ডিবি-পশ্চিম।

ছিনতাইকারী গ্রেপ্তারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী ডিবি-উত্তর, সার্জেন্ট মো. মিনা মহিব উল্লাহ ওয়ারী ট্রাফিক জোন, সার্জেন্ট মাহাবুব শিকদার মতিঝিল ট্রাফিক জোন, সার্জেন্ট কেয়াম উদ্দিন সবুজবাগ ট্রাফিক জোন, সার্জেন্ট মো. সোহেল রানা দারুস সালাম ট্রাফিক জোন।

ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেপ্তার করায় সিনিয়ির সহকারী পুলিশ কমিশনার নাজমুস সাকিব খান ডিবি-দক্ষিণ, চুরি যাওয়া টাকা উদ্ধার সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম, পিপিএম ডিবি-দক্ষিণ, প্রতারক চক্র গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা ডিবি-পশ্চিম।

মামলার রহস্য উদঘাটন পুলিশ পরিদর্শক তদন্ত মো. আলী হোসেন রমনা মডেল থানা, খুন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. শাহ্ আলম উত্তরা পশ্চিম থানা।

ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ইন্সপেক্টর মো. আব্দুর রাজ্জাক পিপিএম ট্রাফিক পশ্চিম বিভাগ, এসআই সুমন চন্দ্র দাস তুরাগ থানা।

ভুয়া এনএসআই গ্রেপ্তারে সার্জেন্ট মো. ফারুক হোসাইন মোহাম্মদপুর ট্রাফিক জোন, ককটেল বিস্ফোরণকারী গ্রেপ্তারে সার্জেন্ট মো. তানভীর হাসান মতিঝিল ট্রাফিক জোন, তাজা বোমাসহ আসামি গ্রেপ্তারে সার্জেন্ট গোলাম সারওয়ার হোসেন খান মতিঝিল ট্রাফিক জোন।

চোরাই মোটরসাইকেল উদ্ধার সার্জেন্ট মাহাবুব শিকদার মতিঝিল ট্রাফিক জোন, বিয়ারসহ আসামি গ্রেপ্তারে এএসআই অপূর্ব কান্তি মন্তল শেরেবাংলা নগর ট্রাফিক জোন, পরিত্যক্ত প্রাইভেট কার উদ্ধারে এএসআই মো. ফয়সাল আহমেদ মতিঝিল ট্রাফিক জোন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!