• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারিদের মসজিদুল হারামে প্রবেশে সৌদির বাধা


আন্তর্জাতিক ডেস্ক জুন ১১, ২০১৭, ০১:৪২ পিএম
কাতারিদের মসজিদুল হারামে প্রবেশে সৌদির বাধা

ঢাকা: কাতারিদের মক্কার মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। সৌদি আরবের এমন আচারনে নিন্দা জানিয়েছে কাতারের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।

শনিবার দোহা ভিত্তিক সংবাদমাধ্যম আল শারাকের প্রতিবেদনে বলা হয়, এনএইচআরসি কাতার থেকে মক্কায় হজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত নাগরিকদের থেকে বেশকিছু অভিযোগ পেয়েছে। এনএইচআরসি’র প্রধান আলি বিন স্মাইখ আল-মারি এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার সনদে ঘোষিত ধর্মচর্চার অধিকারের ধারার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

নিয়ম অনুসারে, মসজিদুল হারামে প্রবেশের ক্ষেত্রে কারও জাতি, দেশ বা মুসলিমদের কোনও নির্দিষ্ট দলভুক্ত কি না- তা সাধারণত জিজ্ঞেস করে না সৌদি কর্তৃপক্ষ।

গত ৫ জুন ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব এবং তার মিত্র মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। পরে এই তালিকায় যুক্ত হয় মালদ্বীপ এবং লিবিয়া ও ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার। ওই অভিযোগকে শুরু থেকেই ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে আসছে কাতারি প্রশাসন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!