• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
এশিয়ান গেমস

কাতারের বিপক্ষে সুযোগ দেখছেন জামাল ভূঁইয়া


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৮, ০৫:২৩ পিএম
কাতারের বিপক্ষে সুযোগ দেখছেন জামাল ভূঁইয়া

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: এশিয়ান গেমস ফুটবলে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে রোববার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে জেমি ডে’র শিষ্যরা। এই ম্যাচে জিতলেই নক আউট পর্বে পৌঁছে যাবে লাল সবুজের জার্সিধারীরা। ড্র করলেও সুযোগ থাকবে, তবে সে ক্ষেত্রে কিছু সমীকরণ রয়েছে।  

তাই ড্র নয়, জয়ের জন্যই খেলবে বাংলাদেশের খেলোয়াড়রা। জেমি ডে’র শিষ্যদের প্রেরণা জোগাচ্ছে বয়সভিত্তিক ফুটবলে কাতারের বিপক্ষে সর্বশেষ ফল। ২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে কাতারকে ২-০ গোলে হারানোর রেকর্ড আছে।

দুই ম্যাচে এক ড্র নিয়ে জাফর-রাব্বিদের পয়েন্ট ১ ও দুই ড্র’তে থাইল্যান্ডের ২। আজ গ্রুপ পর্বে উজবেকদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে থাই ফুটবল দল। বাংলাদেশ যদি কাতারকে হারাতে পারে, আর থাইল্যান্ড যদি উজবেকিস্তানের কাছে হেরে যায় সেক্ষেত্রে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো এশিয়াডের শেষ ষোলোর টিকিট পাবে লাল সবুজ জার্সিধারীরা।

জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের ভালো সুযোগ আছে। যদি প্রাপ্ত সুযোগগুলো ঠিকমতো কাজে লাগানো যায় এবং ফিনিশিং আরও ভালো হয়, তাহলে ইতিবাচক কিছু হবে।’

কাতারের সাম্প্রতিক ফর্মই স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। এশিয়াডে উজবেকদের কাছে ৬-০ গোলে বিশাল ব্যবধানের হার দেখে কাতার। থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মধ্যপ্রাচ্যের দেশটি। এ নিয়ে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা সুযোগ পাবো। কাতারের ডিফেন্স কিছুটা নাজুক, সুযোগটা কাজে লাগাতে হবে।’

কোচ জেমি ডে বলেন, ‘আগের ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনাই আমাদের লক্ষ্য। আশা করছি আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাবো, সেটা হবে আমাদের জন্য বিরাট অর্জন।’

তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের কাছে যেটা চাইতে পারি, সেটা হলো সেরাটা খেলতে হবে। যদি তারা মাঠে কাজ করে দেখাতে পারে, তাহলে ফলাফল যাই হোক না কেন, আমার আর চাওয়ার কিছু থাকবে না।’

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হার দিয়ে শুরু করেছিল জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করতে হয় শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে। এবার জেমি ডে’র শিষ্যদের কাছে ইতিহাস গড়ার হাতছানি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!