• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানাডায় তীব্র গরমে ৩৩ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৬, ২০১৮, ০২:৫৬ পিএম
কানাডায় তীব্র গরমে ৩৩ জনের মৃত্যু

ঢাকা : কানাডায় তীব্র গরমে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র মন্ট্রিল শহরেই ১৮ জন মারা গেছেন। কুইবেক প্রদেশের ইস্টার্ন টাউনশিপে ৫ জন।

বৃহস্পতিবার (৫ জুলাই) মন্ট্রিয়লের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু জলীয়বাষ্পের কারণে তা প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, কানাডার পূর্বাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের আর্দ্রতার কারণে তাপমাত্রা বেড়ে আরো অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার এ অবস্থা আরো দুই তিনদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কুইবেকের আশপাশের শহরগুলোতে জনগণকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

এদিকে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রয়টার্স জানায়, সরকারি স্বাস্থ্য তথ্য কেন্দ্রগুলোতে দাবদাহ সংক্রান্ত কল ও অ্যাম্বুলেন্সের জন্য ঘন ঘন কল আসছে। ফলে কর্তৃপক্ষ দাবদাহের মাত্রাকে ভয়াবহ বলে চিহ্নিত করেছে।

বুধবার এক বিবৃতিতে জরুরি বিভাগ জানায়, তারা প্রতিদিন গরম সংক্রান্ত ১২শ’রও বেশি কল পাচ্ছে। কলের এ সংখ্যা সবচেয়ে ব্যস্ত দিনের তুলনায় ৩০ শতাংশ বেশি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!