• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানাডায় মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩০, ২০১৭, ০৯:২৬ এএম
কানাডায় মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ৫

ঢাকা: কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজরত মুসল্লির উপর বন্দুকধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮টায় এ ঘটনা ঘটে। মসজিদের সভাপতির বরত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্দুকধারী কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে ৪০ জনের ওপর গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মসজিদ আগুনে পুড়ে দেয় সন্ত্রাসীরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে মুসলিম শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। যদিও আদালত তাঁর আদেশের আংশিক স্থগিত করেন।

নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা শরণার্থীদের তার দেশে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

 

Wordbridge School
Link copied!