• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানে মোবাইল ফোন, চালকের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০১৭, ১০:১৮ পিএম
কানে মোবাইল ফোন, চালকের বিরুদ্ধে মামলা

ঢাকা: রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২১১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনী। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সূত্রে আরও  জানা যায়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন/এয়ারফোন ব্যবহার করায় ২১ টি ভিডিও ও ২৩ টি সরাসরি মামলা দেয়া হয়।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৫১টি মামলা ও ২১টি মোটরসাইকেল আটক  করা হয়। সোমবার(২০ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববারের অভিযানে এই মামলাগুলো করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলে ট্রাফিক সূত্রে জানা যায়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!