• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কানে হেডফোন, ৬ কিশোরের মৃত্যু!


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ১০:৫৫ পিএম
কানে হেডফোন, ৬ কিশোরের মৃত্যু!

ঢাকা: কানে হেডফোন গুঁজে রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে অপর এক বন্ধু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভারতের উত্তরপ্রদেশের পিলখুয়া নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পিলখুয়া পুলিশ জানিয়েছে, মৃতরা হলো- বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ এবং সালিম। আর হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পরিচয় জানা যায়নি। হতাহতদের প্রত্যেকেরই বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। প্রত্যেকের কানেই হেডফোন ছিল বলে জানা গেছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরো জানিয়েছে, হেডফোনে গান শুনতে শুনতে তারা প্রত্যেকেই লাইন ধরে হেঁটে যাচ্ছিল। পিলখুয়ার সাদিকপুরার কাছে পৌঁছুলে পিছন থেকে একটি ট্রেন এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৬ কিশোর মারা যায়। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!