• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাবাডি বিশ্বকাপ বাংলাদেশের লক্ষ্য রুপা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১০:৫৪ পিএম
কাবাডি বিশ্বকাপ বাংলাদেশের লক্ষ্য রুপা

কাবাডি বিশ্বকাপের গত দুই আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশ। হিসেবটা কঠিন হলেও এবার রুপা জেতার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান।

ভারতের আহমেদাবাদে আগামি ৭ অক্টোবর শুরু হবে কাবাডি বিশ্বকাপের তৃতীয় আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা। ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে লক্ষ্য পূরণের মিশন শুরু করবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপের ছয় দল ইরান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কেনিয়া, জাপান ও পোল্যান্ড।

দুই গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে। ‘এ’ গ্রুপে গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত এবারও ‘টপ ফেভারিট’। ‘বি’ গ্রুপে থাকা ইরান গত দুই বারের রানার্সআপ।

গত দুই বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার গ্রুপ সঙ্গী হওয়ায় সেমি-ফাইনালে অন্তত চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে না।
উপমহাদেশের আরেক শক্তিশালী দল পাকিস্তান এবার নেই। তবে রুপার জন্য ছোটার আগে ব্রোঞ্জ ধরে রাখতে হলেও আগে গ্রুপে দক্ষিণ কোরিয়ার বাধা পেরুতে হবে বাংলাদেশকে। এ কাজটাও সহজ হবে না। দক্ষিণ কোরিয়া গত এশিয়ান গেমসের সেমি-ফাইনালিস্ট, বাংলাদেশ ছিটকে পড়ে গ্রুপ পর্ব থেকে। সব শেষ দক্ষিণ এশিয়ান গেমসেও আলো ছড়াতে পারেনি বাংলাদেশ; পেয়েছিল ব্রোঞ্জ।

প্রায় দশ বছর পর হতে যাওয়া আন্তর্জাতিক নিয়মে আয়োজিত বিশ্বকাপের তৃতীয় আসরে বাংলাদেশ যাচ্ছে প্রস্তুতির ঘাটতি নিয়ে। ১৪ জনের দলে সাত জন একেবারেই নতুন মুখ হওয়ায় লক্ষ্য পূরণের পথটা কঠিন আরও।

পরিস্থিতি যতই প্রতিকূলে থাকুক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় রুপা জয়ের লক্ষ্যের কথাই বললেন অধিনায়ক আরদুজ্জামান।
“এবারও ব্রোঞ্জ আশা করছি। তবে আমাদের লক্ষ্য রুপা জেতা। ভারত বরাবরের মতো এবারও টপ ফেভারিট। গ্রুপে আমাদের মূল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। যদি তাদের আটকে দিতে পারি, তা হলে আমাদের রুপা জেতা সম্ভব।”

বিশ্বকাপের আগে প্রস্তুতি মাত্র মাস দেড়েকের হওয়ায় আর প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় অবশ্য একটু হতাশ অধিনায়ক।
“যে কোনো খেলায় বিশ্বকাপই সর্বোচ্চ টুর্নামেন্ট। সবাই এদিকেই বেশি নজর দেয়। কিন্তু আমরা প্রস্তুতি নিলাম দেড় মাসের মতো। তা ছাড়া প্রস্তুতি ম্যাচও খেলা হয়নি। প্রস্তুতিতে তাই একটু ঘাটতি থেকে গেল।”

প্রস্তুতির ঘাটতি নিয়েই আগামি সোমবার পথে রওনা দেবে বাংলাদেশ দল। একটু আগে যাওয়া হচ্ছে বলে আহমেদাবাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন আরদুজ্জামান।

“আমাদের যাওয়ার কথা ছিল ২৫ তারিখে। একটু আগে জানলাম ২৬ তারিখে যাব। যদি ২৬ তারিখে যাই, তা হলে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সময় পাব। হয়তো স্থানীয় কোনো দলের সঙ্গে দু-তিনটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পাব। সেটা হলে টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে পারব আশা করি।”

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!