• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
আইএসের দায় স্বীকার

কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৮০


আন্তর্জাতিক ডেস্ক  জুলাই ২৩, ২০১৬, ০৬:৩৮ পিএম
কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৮০

আফগানিস্তানের রাজধানী কাবুল ফের আত্মঘাতী শক্তিশালী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮০। আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বিস্ফোরণে ৮০ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  এদিকে এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর : আনন্দবাজার পত্রিকা

শনিবার (২৩ জুলাই) সকালে কাবুলের দেহমাজাং সার্কেলে একটি প্রতিবাদ মিছিলে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেই জমায়েতের মধ্যে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। 

তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। বিক্ষোভকারীদের ভিড়ে মিশে গিয়েছিল এক মানববোমা। তারা যখন দেহমাজাং সার্কেলে পৌঁছান সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, কাবুলে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশের ওপর ভয়ংকর এ হামলা চরম অসম্মানের। এ ধরনের আক্রমণ আবারও মনে করিয়ে দিল যে আফগানিস্তানের বিপদ-শঙ্কা এখনো কাটেনি এবং মানবাধিকার পরিস্থিতি সংকটপূর্ণ।

এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিটি নাগরিকের অধিকার। কিন্তু সুবিধাবাদী সন্ত্রাসীরা জনতার মধ্যে ঢুকে হামলা চালিয়ে তাদের হত্যা করেছে এবং নিরাপত্তা বাহিনীসহ বেশ কিছু নাগরিককে আহত করেছে।’

এদিকে আইএসের কথিত বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ‘কাবুলে আইএসের যোদ্ধারা বেল্টে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম/আকন

Wordbridge School
Link copied!