• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কামাল বারি’র একগুচ্ছ প্রেমের কবিতা


সাহিত্য সংস্কৃতি ডেস্ক জুন ১৬, ২০১৬, ০৮:০৭ পিএম
কামাল বারি’র একগুচ্ছ প্রেমের কবিতা

প্রেম

এসেছে দারুণ প্রাণসঞ্চারি হৃদস্পন্দন-
শ্বাস-প্রশ্বাসে প্রেমমাতম আমার!
দেহমন এমন মোমতরলে বিরল ঢেউ
স’য়ে যাবে খ’য়ে যাবে আকারে-নিরাকারে
দৃশ্যে-অদৃশ্যে বিহঙ্গ-দোলা;

বিগত ভ্রমণ দূর অতীতের উৎসমূলে চিরযৌবন-অঙ্কুর;
আকাঙ্ক্ষার সবুজ অনন্ত অবারিত অপার উপহার;

প্রেম মহাবিস্ময়! অক্ষয় অমর জীবনিক সুধা;
 

সুবর্ণায় ফিরে এসেছো

পলকা কন্যা! ব্যর্থতা তোমার আকাশছোঁয়া;
তবু, হারাতে পারোনি;
চেয়েছিলে মুছে যেতে- পারোনি;
তোমার কালিমাখা অবয়ব কয়লার শেষে
হিরকদ্যুতি নিয়ে ফিরে এসেছে;

তুমি ফিকে হ’য়ে যেতে চেয়ে
সুবর্ণায় ফিরে এসেছো;
হারাতে চেয়ে রণনে মননে
আলিঙ্গনে র’য়ে গেছো।

মানুষের মতই

ধরো, আমি হারিয়ে গেছি-
আর কখনো দেখা হবে না;

ধরো, আমি মরে গেছি-
ফিরে পাবে না আর;

এমন হচ্ছে পৃথিবীতে;
অথচ, আমি এখনো বেঁচে আছি;
মানুষের মতো আমারও ক্ষুদা পায়;
মানুষের মতই তড়পাই তৃষ্ণায়;
আমারও ভালোবাসতে ইচ্ছে করে;

বহুদিন ব্যবধান- তবুও
তোমার সাথে দেখা হয়;
ক্লান্ত করে আসি তোমাকে
কথার পর কথা বলে।


তোমার পৃথিবীর সাধ

অপেক্ষায় থাকো- ডাকবো তোমাকে;
আমার হীরামন আয়োজন জমবে অভিষেকে;

মৃত্যুর রঙ নেই- তবু আমি শতরঙে শতরূপে
উঠবো সেজে;

যে পাখি সুখের সাজি অপেক্ষায় ছিলো!
যে ডাক হায় থেমে গেছে কবে! তবু
শেষবেলাকার স্বর তুমি জেগে ওঠো-
নতুন সুরে;

সুদীর্ঘ প্রতীক্ষার প্রকৃত বিনিময়-
তোমার পৃথিবীর সাধ যেন 
নিজস্ব রঙে হয়।

কামাল বারি :
১৯৬৫ সালের ১৮ জানুয়ারি পুরান ঢাকার প্যারিদাস রোডে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। নব্বইয়ের দশকে কবিতা দিয়েই শুরু হয় লেখালেখির হাতেখড়ি। এখনও লিখছেন গল্প, ছড়া, গান, প্রবন্ধ, নাটক। কামাল বারি দীর্ঘদিন ধরে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজপোর্টালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!