• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কার হাতে উঠছে লা লিগা ট্রফি? মেসি না রোনালদো


ক্রীড়া প্রতিবেদক মে ২১, ২০১৭, ০৪:৫২ পিএম
কার হাতে উঠছে লা লিগা ট্রফি? মেসি না রোনালদো

ঢাকা: লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো, স্প্যানিশ লা লিগার ট্রফি উঠবে কার হাতে, তা ঠিক হবে রাতেই। কারণ, আজ স্প্যানিশ লা লিগার চূড়ান্ত মুহুর্ত! নিজেদের শেষ ম্যাচে  রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে মালাগার। অপর ম্যাচে এইবারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। রোববার (২১ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় খেলা দু’টি শুরু হবে।

এদিন ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এইবারের মুখোমুখি হবে মেসি-নেইমাররা। এই ম্যাচটি দেখাবে টেন ১। অপরদিকে মালাগার মাঠে স্বাগতিকদের মোকাবেলা করবে রোনালদো-বেনজামোরা। এই ম্যাচ দেখা যাবে টেন ২ চ্যানেলে।

লা লিগার পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৭টি ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। সমান সংখ্যক ম্যাচ খেলে ৮৭টি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

ফলে শিরোপা লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। আজ মালাগার বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন রিয়াল। অন্তত ড্র করলেও হবে। জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৯৩; আর ড্র করলে ৯১। অন্যদিকে বার্সেলোনা জিতলে পয়েন্টে হবে ৯০। এক্ষেত্রে রিয়ালের ঘরেই যাবে লা লিগার শিরোপা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!