• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারখানার নিবন্ধনহীন বয়লার বন্ধের নির্দেশ


আদালত প্রতিবেদক জুলাই ১৮, ২০১৭, ০৬:২৬ পিএম
কারখানার নিবন্ধনহীন বয়লার বন্ধের নির্দেশ

ফাইল ফটো

ঢাকা: দেশের যে সকল কারখানার (গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানের) বয়লারের রেজিস্ট্রেশন নেই (নিবন্ধনহীন) সেই সব কারখানার বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সকল কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে এ নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিকেলে এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত আদালতের লিখিত আদেশে একথা বলা হয়েছে। আদেশের একটি অনুলিপি প্রতিবেদকের কাছে রয়েছে।

এর আগে গত ৯ জুলাই গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবসলিমিটেডে বয়লার বিস্ফোরণের ১৩ জনের নিহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে এফআইর করার নির্দেশনা এবং নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ব্যয়ের নির্দেশনা চেয়ে রিট  দায়ের করা হয়।

জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন এ রিট দায়ের করেন।

রিটে পাশাপাশি বয়লার আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!