• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাগারকে অমানবিক বললেন মান্না


আদালত প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৭, ০২:১৯ পিএম
কারাগারকে অমানবিক বললেন মান্না

কারাগারে থাকার অভিজ্ঞতা জানাতে গিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইট পাথরের মতো কারাগার এখনও অমানবিক। এ সময় রাষ্ট্রকে মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও নিজের বক্তব্যে কোনো রাষ্ট্রদ্রোহিতা ছিল না দাবি করে মান্না বলেন, আমি কখনও হিংসাত্বক রাজনীতি করি না। অডিও টেপে ফাঁস হওয়া ওই কণ্ঠটা আমার, কিন্তু আমি পুরো বক্তব্য শুনতে পাইনি। বক্তব্য যে টেম্পারিং হয়নি তাও বলা যাচ্ছে না। তাছাড়া অডিও টেপে আমার রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছিল না।

সোমবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ২২ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় জামিন প্রসঙ্গে তিনি বলেন, পাসপোর্ট জিম্মায় রেখে আমাকে জামিন দেওয়া হয়েছে। চিকিৎসকরা আমাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বলেছেন। আমি বাইরে গিয়ে চিকিৎসা করাতে চাই। এজন্য হাইকোর্টের কাছে পাসপোর্ট চেয়ে আবেদন করব।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!