• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কারাগারে পাঠানো হলো সাত খুনের আসামিদের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৭, ০৪:৫২ পিএম
কারাগারে পাঠানো হলো সাত খুনের আসামিদের

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের মামলার রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় প্রিজন ভ্যান করে নারায়ণগঞ্জ আদালত থেকে আসামিদের কারাগারে নেয়া হয়। তাদের মধ্যে নূর হোসেন, র‌্যাবের তিনজন কর্মকর্তা তারেক সাঈদ, এম এম রানা ও আরিফসহ ৫ জনকে পাঠানো হয়েছে ঢাকার কাশীমপুর কারাগারে ও বাকি ১৮ জনকে নারায়ণগঞ্জ কারাগারে রাখা হবে।

এর আগে সকাল ৯টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে ১৮ জন ও কাশীমপুর কারাগার থেকে বাকি ৫ জনকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। সকাল ১০টা ৪ মিনিট হতে ১০টা ৯ মিনিট পর্যন্ত বিচারক রায়ে ২৬ জনের ফাঁসি ও ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিদের আদালত চত্বরে তিনটি প্রিজন ভ্যানে রাখা হয়। আদালতের রায় ঘোষণার পর সেটার প্রয়োজনীয় নথি প্রস্তুত করে আসামিদের কারাগারে পাঠানো হয় জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলী জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!