• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কার্ভাডভ্যান চাপায় প্রাণ গেল শ্রমিক নেতা জুয়েলের


বগুড়া প্রতিনিধি এপ্রিল ২৪, ২০১৮, ১০:২১ এএম
কার্ভাডভ্যান চাপায় প্রাণ গেল শ্রমিক নেতা জুয়েলের

বগুড়া : কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল বগুড়া জেলার শেরপুরের পরিবহন শ্রমিক নেতা জুয়েল খানের। মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের কড়িতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল খান (৪৮) বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্র্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজ উদ্দিন খানের ছোট ভাই। এছাড়া তিনি শেরপুর পৌরসভায় পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিক নেতা জুয়েল খান ধুনটের গোসাইবাড়ীতে সাইটে যাবার উদ্দেশ্যে তার কোর্টপাড়াস্থ বাসা থেকে বের হন ভোর ৪ টার দিকে। 

মহাসড়কের পাশ দিয়ে যাবার সময় সোয়া ৪টার দিকে বাসষ্ট্যান্ডের কড়িতলায় ঢাকাগামী কার্ভাডভ্যান (ঢাকা মেট্রে ন- ১৭-৩৮৭১) ভ্যান তাকে চাপা দিয়ে কড়ি গাছে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই জুয়েল খান মৃত্যুবরণ করেন। 

শেরপুর থানার ডিউটি অফিসার মোর্শেদা খাতুন জানান, কাভার্ডভ্যানটি বর্তমানে শেরপুর থানা হেফাজতে রয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!