• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালবৈশাখীতে বিধ্বস্ত ঘরবাড়ি, শিশু নিহত


ভোলা প্রতিনিধি এপ্রিল ২৯, ২০১৮, ১০:৪২ পিএম
কালবৈশাখীতে বিধ্বস্ত ঘরবাড়ি, শিশু নিহত

ভোলা: জেলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে বাড়িঘর। এসময় ঘরের নিচে চাপা পড়ে রিয়ান নামে সাড়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১০ জন।

রোববার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কুমার খালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়ান চরভূতা ৭নং ওয়ার্ডের বড়ৈ বাড়ির আনাছের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল ৪টার দিকে পূর্ব কুমার খালী এলাকায় কালবৈশাখী ঝড়ে কালু মাঝি বাড়ির সিরাজ মিয়ার ঘরের নিচে চাপা পড়ে শিশু রিয়ান আহত হয়। স্থানীয়রা রিয়ানকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া একই এলাকার  কালু সরদার, দিনু মিয়া, ইয়াছিন, ছিদ্দিক মিয়ার ঘরসহ আশপাশের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে আহত হয় আরও ১০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!