• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ


আলমগীর হোসেন, গাজীপুর নভেম্বর ২২, ২০১৭, ০৩:০২ পিএম
কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল ও পাশাগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন বিভাগের প্রায় ১৫শতক জমি অবৈধ দখল মুক্ত করেছে চন্দ্রা বনবিট কর্মকর্তরা।

এসময় পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকার মনির হোসেনর ৫শতক জমিতে ২০ হাত লম্বা একটি ঘর এবং পাশাগেট এলাকার সালাম ভুট্টুর ১০শতক জমিতে ৪০হাত লম্বা একটি ঘর উচ্ছেদ করা হয়।

বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় চন্দ্রা বিট কর্মকর্তা খন্দকার মাক্ষুদুল হক মোরাদের নেতৃত্বে ৮/১০জন বন কর্মকর্তা এ অভিযানে অংশ নেয়।

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. খন্দকার মাক্ষুদুল হক মোরাদ জানান, চন্দ্রা রেঞ্জের চান্দরা মৌজার পূর্ব চান্দরা বোর্ডমিল এবং মাটিকাটা মৌজার পাশাগেট এলাকায় বনের জমিতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। পরে পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকা থেকে ৫শতক এবং পাশাগেইট এলাকা থেকে ১০শতক বনের জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।

চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা মো. খন্দকার মাক্ষুদুল হক মোরাদ আরো জানান, পরবর্তীতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!