• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৬:০৯ পিএম
কালীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন, পণ্যে পাটজাত ব্যবহার আইন ও ধূমপান আইনে চারটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা পরিষদের ইউএনও পেশকার শওকত আলী জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান নীমতলা বাসস্ট্যান্ডে দেবনাথ সুইট এন্ড হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার শহরের পুরাতন বাজার ও নীমতলা এলাকায় অভিযান চালিয়ে পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার আইনে মল্লিক ব্রাদার্সকে ১ হাজার টাকা ও ধূমপান আইনে অপর ২টি দোকানকে আরও ৪শ’ টাকা জরিমানা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!