• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে দাওয়াত খেয়ে দেড় শতাধিক লোক অসুস্থ


কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা ডিসেম্বর ১৫, ২০১৭, ০৩:২৭ পিএম
কাশিয়ানীতে দাওয়াত খেয়ে দেড় শতাধিক লোক অসুস্থ

গোপালগঞ্জ : জেলার কাশিয়ানীতে সুন্নাতে খাৎনার দাওয়াত খেয়ে চেয়ারম্যান পরিবারসহ দেড় শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা। অবশেষে তথ্য ফাঁস।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দিঘড়গাতি গ্রামের আব্দুল মান্নান মাতুব্বরে তিন ছেলে আরশাফ, হামিমুল ও সাদ্দামের সুন্নতে খাৎনা উপলক্ষে গত বুধবার দেড় শতাধিক লোককে দাওয়াত করা হয়। দাওয়াত খাওয়ার পর মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা (৩০), স্ত্রী জেসমিন বেগম (২৪) পিতা মো. মজিবর রহমান মাস্টার, মা মাবিয়া বেগম (৫০)সহ ওই এলাকার নাসরিন বেগম (২৫), সোনা মিয়া (৬০), রমজান (৩০), জনি মাস্টার (৩৪), নাসরিন (৩৫), আলমগীর (৩৮), খুরশিদা বেগম (৩০), চৌকিদার জিতেন (৫০), সম্ভু মেম্বর (৪০), জনি মুন্সি (৪৮), রোমান মুন্সি (৪৩), খায়ের মুন্সী (৪৫), নজরুল ইসলাম (৪০), রবিউল মেম্বরসহ দেড় শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেই এখনো সুস্থ হয়ে ওঠেনি।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, দাওয়াত খেয়ে পর একে একে লোকজনের প্রচণ্ড বমি ও ডায়রিয়া (ঘন ঘন ২০/২২ পায়খানা শুরু হয়) শুরু হলে সকলেই স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। এখনো অনেকেই সুস্থ হয়ে ওঠেনি। প্রথমে ঘটনাটি গোপন করার চেষ্টা করলে বিষয়টি পরে জানাজানি হয়ে যায়। ওই ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!