• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মির ইস্যু: চীনের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৪, ২০১৭, ০৮:০৬ পিএম
কাশ্মির ইস্যু: চীনের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

ঢাকা: বিতর্কিত কাশ্মিরের সমস্যা সমাধানে গঠনমূলক সহায়তার প্রস্তাব দিয়েছিলো চীন। কিন্তু চীনের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মির সমস্যা মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ইস্যু। এখানে তৃতীয় কোনো দেশের ভূমিকার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার(১৩ জুলাই) ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মির সমস্যা সমাধনে পাকিস্তানের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি এখনো বহাল আছে। তাই তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ প্রয়োজন নেই

এর আগে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, মূলত কাশ্মির নিয়েই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। এজন্যই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো নয়। চীন চায় এই সমস্যা সমাধনে গঠনমূলক সহায়তা দিতে। কিন্তু চীনের প্রস্তাব দেয়ার পরই তা প্রত্যাখান করলো ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে এই কথা বলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, ‘কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে যেকোনো সময় কথা বলতে রাজি আছে ভারত। কিন্ত অন্য কোনো দেশের সঙ্গে নয়।’

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!